
কক্সবাজারের রামু উপজেলায় কর্মরত সাংবাদিকদের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রামু উপজেলা পরিষদের ‘হিমছড়ি’ মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম।
‘শিশু ও নারী অধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা’ বিষয়ক কর্মশালাটির মুখ্য আলোচক ছিলেন- কক্সবাজার জেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ বেলাল।
বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএসকে আয়োজিত কর্মশালার লক্ষ্য-উদ্দেশ্য ও কর্ম পরিকল্পনা বিষয়ে আলোকপাত করেন, সংস্থার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মর্তুজা আলী ও সাইকোলজিস্ট সোয়াইব হোসাইন।
ডিএসকে’র টেকনিক্যাল ম্যানেজার নাছিমা শাহিনের সঞ্চালনা এবং কাউন্সেলিং অফিসার ফাইজা সাদিয়া ও প্রিয়া বড়ুয়ার ব্যবস্থাপনায় কর্মশালায় সংস্থাটির টেকনিক্যাল ম্যানেজার (স্যোশাল ইনক্লুশান অ্যান্ড ইয়ুথ) শফিকুল ইসলাম খোলামেলা আলোচনা করেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, শিশু ও নারী অধিকার সুরক্ষায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে। কোনো অবস্থাতেই যেনো অধিকারবঞ্চিত শিশু ও নারীরা ক্ষতিগ্রস্ত না হয়। জাতীয় ও আর্ন্তজাতিকভাবে তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে সাংবাদিকদের ক্ষুরধার লেখনি বলিষ্ঠ ভূমিকা রাখবে।
কর্মশালার মুখ্য আলোচক, কক্সবাজার জেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ বেলাল বলেন- দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। তাদের অধিকার বঞ্চিত করে রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। নারীদের সচেতন ও শিশুদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করা গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হতে বাধ্য।
অংশগ্রহণকারীদের মধ্যে মতামত পেশ করেন- নুরুল ইসলাম সেলিম, আল মাহমুদ ভুট্টু, হাসান তারেক মুকিম, নুর মোহাম্মদ ও আবদুল কাইয়ুম।