নরসিংদীতে আ’লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ : আহত ১০

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি মধ্যে সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)।

স্থানীয়রা জানান, চাঁনপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর সালাম মিয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসু মেম্বরের দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা সামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকা ছাড়া ছিলেন। ৫ আগস্টের পর তারা এলাকায় ফিরে আসলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। দুপক্ষই প্রায় সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকা ছাড়া হয়।

শুক্রবার ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরে আসলে দুপক্ষই টেঁটা, বল্লম, দা, ছুরি ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন ও ছুরিকাঘাতে আরও একজন ঘটনাস্থলেই নিহত হন। নিহত দুইজনই সালাম মিয়ার সমর্থক বলে জানা যায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিলুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

0Shares