ধানের শীষের নির্বাচনী অফিসের নামে পৌরসভার জায়গা দখল

কক্সবাজার শহরের আইবিপি মাঠ সংলগ্ন পৌরসভার মূল্যবান জায়গা রাতারাতি দখলে নিয়ে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ের নামে আধা-পাকা দোকানঘর নির্মাণ করেছে একটি অসাধু চক্র।

শুক্রবার (৩০ জানুয়ারি) দখলকৃত জায়গায় রাতারাতি দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ঘোনাপাড়ার কায়সার, মেজবাহ ও দিদারের নেতৃত্বে এই দখলবাজি চলছে। মুলত উচ্ছেদ এড়াতে এবং দখলবাজি আড়াল করতে কৌশলে সেখানে বিএনপির নির্বাচনী কার্যালয়ের সাইনবোর্ড ও ধানের শীষের পোস্টার ব্যবহার করা হচ্ছে।

বিষয়টি নিয়ে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল বিস্ময় প্রকাশ করেছেন। তিনি জানান, ওই কার্যালয় সম্পর্কে তিনি বা তার নির্বাচনী দল কিছুই জানে না; সুবিধাবাদী একটি গোষ্ঠী দলের নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল করছে। এবিষয়ে তিনি দ্রুত ব‌্যবস্থা নিবেন বলেও জানান।

কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ছৈয়দুল হক আজাদ বলেন, এই জায়গায় আগেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। নির্বাচনের সুযোগ নিয়ে আবারও দখলের বিষয়টি জেলা প্রশাসক ও পৌর প্রশাসককে জানানো হয়েছে। সরকারি জমি উদ্ধারে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

0Shares