দোহাজারী পৌরসভায় ডা. শাহাদাৎ হোসেনের নির্বাচনী সমাবেশ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাক্তার শাহাদাৎ হোসেন এর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বাদে মাগরিব চন্দনাইশের দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড ফুলতলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পবিত্র কুরআন থেকে দরসে পেশ করেন কেরানীহাট বায়তুশ শরফ মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ কফিলউদ্দিন।

জামায়াতে ইসলামী দোহাজারী পৌরসভার আমীর জমির আদনানের সভাপতিত্বে ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা দিদারুল ইসলামের সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাক্তার শাহাদাৎ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শুরা সদস্য ডা. আবদুল জলিল, চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুবউদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ ইলিয়াছ, প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল হুদা, মোঃ শহিদুল ইসলাম, আনিসুর রহমান, পৌরসভা ছাত্রশিবির সভাপতি মিশকতুল করির।

বক্তব্য রাখেন- দোহাজারীর কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক কামরুল হুদা, বিশিষ্ট সমাজসেবক কাজী মুহাম্মদ আবু তৈয়ব ও পৌরসভার ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

প্রধান অতিথি ডাক্তার শাহাদাৎ হোসেন বলেন- জামায়াতে ইসলামী মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। পৌরবাসী স্বাধীনতা পরবর্তী সময়ে অনেক নেতাকে সংসদে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন। কিন্তু তারা দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে।

তিনি বলেন- জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে একবার পরিক্ষা করে দেখুন। কথা দিচ্ছি, আল্লাহতালা যদি সহায় হয় আর আপনারা ভোট দিয়ে কাজ করার সুযোগ দেন আমরা দূর্নীতিমুক্ত, দখলমুক্ত, সন্ত্রাসমুক্ত আর চাঁদাবাজমুক্ত এলাকা গড়ে তুলবো। ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বোস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

মাওলানা কুতুবউদ্দিন বলেন- ডাক্তার শাহাদাৎ হোসেন একজন মানবিক ডাক্তার। তিনি মানবতার সেবায় সবসময় গণমানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

ডা. আবদুল জলিল বলেন- অসংখ্য ভাইয়ের রক্তভেজা দোহাজারীর জনগন আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে।

এডভোকেট মুহাম্মদ ইলিয়াছ বলেন- ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লা জন্য কাজ করতে হবে। সব প্রতিক দেখা শেষ আগামীতে দাঁড়িপাল্লার বাংলাদেশ।

জমির আদনান বলেন- আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে লালটিয়াকে পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলা হবে।

0Shares