
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি বড় রাজনৈতিক পরিবর্তনের ঘটনা ঘটেছে। দীর্ঘ ১৫ বছর বিএনপির অঙ্গসংগঠন শ্রমিকদলের সাথে যুক্ত থাকা দলটির যুগ্ম-আহ্বায়ক ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারী মন্ডল দুই শতাধিক নেতা-কর্মীকে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেলে পলাশবাড়ীর মনোহরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তাদের এই দলবদলের ঘটনাটি আনুষ্ঠানিক রূপ পায়।
এই উপলক্ষে জামায়াতের মনোহরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে নবাগতদের বরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখা জামায়াতের সভাপতি আসাদ আলী।
আব্দুল বারী মন্ডল তার রাজনৈতিক জীবনের এই মোড় নেওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জামায়াতে ইসলামীর জনবান্ধব ও কল্যাণমুখি কর্মসুচি তাকে আকৃষ্ট করেছে। ফলে ধীরে ধীরে জামায়াতকে ভালোবাসতে শুরু করেন এবং দলটির আদর্শ ও কাজকর্মে তিনি উদ্বুদ্ধ হয়ে শেষ পর্যন্ত এতে যোগ দিয়েছেন।
তিনি বলেন, জামায়াত সম্পর্কে অনেকে অনেকে কথা বলে। দুর থেকে কোন দলকে পরিক্ষা করা যায় না। তাই জামায়াতে ইসলামী সম্পর্কে আগে ভালো করে জানুন। তারপর সিদ্ধান্ত নিন। কারো কথায় বিরোধিতা বুদ্ধিমানের কাজ নয়।
জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা শাখার আমির আবু বক্কর সিদ্দিক এই যোগদানকে তার দলের আদর্শের প্রতি মানুষের আকর্ষণের ফল হিসেবে দেখেছেন। তিনি বলেন, দলের আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়েই আব্দুল বারী মন্ডল ও তার অনুসারীরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
এই ঘটনাটি স্থানীয় রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে, যেখানে একটি প্রতিষ্ঠিত দলের একঝাঁক নেতাকর্মী তাদের দলীয় পরিচয় বদল করে অন্য একটি দলের সাথে নিজেদের যুক্ত করলেন।