
গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ এপ্রিল) বাদ আছর শহরের স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহাদুরবাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ শেষে বাহাদুরবাজার ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন।
সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা একেএম আফজালুল আনাম, এ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি মো. কামরুল হাসান রাসেল এবং দিনাজপুর শহর ছাত্রশিবির সভাপতি মো. মোশফিকুর রহিম প্রমুখ।
সমাবেশে বক্তারা গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন করে সাধারণ মানুষের ওপর বর্বরোচিত হামলা চালাচ্ছে। এটি মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ।
তারা বলেন, ইসরায়েলের সকল পণ্য বর্জন করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
মিছিলে শহর ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।