দক্ষিণের সবকটি আসনে বিজয় সুনিশ্চিত করতে হবে: শাহজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস‌্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দক্ষিণ চট্টগ্রামের সবকটি আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে হবে।

তিনি বলেন, আল্লামা সাঈদীর রায় পরবর্তী আন্দোলনের সময় সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে কক্সবাজার ও বান্দরবানসহ পুরো দক্ষিণ চট্টগ্রামকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানার যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঙ্গু সাংগঠনিক থানার আমীর মাস্টার সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং যুব বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শাহাদত হোসাইন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের।

বক্তব‌্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা. আব্দুল জলিল, জেলা যুব বিভাগের সেক্রেটারি শাহাদত হোসাইন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার নায়েবে আমির অধ্যাপক জয়নাল আবেদীন, সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ ইলিয়াছ, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন, বাজালিয়া ইউনিয়ন আমীর মাশুকুর রহমান ও কালিয়াইশ ইউনিয়ন আমীর আবুল বশর সিদ্দিকীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

0Shares