
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যগ্ম আহবায়ক শামীম হোসেনকে জবাই করে হত্যা করা হয়েছে। সে ইসলামকাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল গফফারের ছেলে।
শুক্রবার (২২ আগষ্ট) রাত ১০ টার দিকে ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বাজারে নিজ বাড়িতে দ্বিতীয় তলায় শয়ন কক্ষে এঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, নিহত শামীম আব্দুল গপ্ফারের প্রথম স্ত্রী’র সন্তান। আব্দুল গপ্ফার ২য় বিবাহের পরে প্রথম স্ত্রী’র মনোমালিন্য হওয়ায় এবং চাকুরীর সুবাদে আঠারো মাইল বাজারে জমি ক্রয় করে ছেলেকে নিয়ে বসবাস করেন।
সরেজমিন পরিদর্শনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, শামীম দীর্ঘদিন মায়ের সঙ্গে আঠারো মাইল বাজারে বসবাস করে। স্ত্রী’র সঙ্গে তার সম্পর্ক ভালো না। তাছাড়া মাদক সেবন ও কারবারের সাথে সরাসরি জড়িত।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা হত্যার কথা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ২ জন আটক করা হয়েছে।