টেকনাফে জামায়াত মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বে ১০ দলীয় জোটের মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারী) সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের দক্ষিণপাড়া বড় মাদরাসার সামনে স্থাপিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের ব্যানারটি ছেঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, এটি একটি পরিকল্পিত এবং প্রতিহিংসামূলক ন্যাক্কারজনক কর্মকাণ্ড।

তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার এ ধরনের অপচেষ্টা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। তিনি অবিলম্বে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এবং এই ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়েছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের ব্যানার ছেঁড়ার বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।

0Shares