জামিনে এসে বাদীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ : আহত ৭

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি নারীঘটিত মামলার জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মামলার আসামিরা আদালত থেকে জামিনে এসেই বাদী পরিবারের ওপর সশস্ত্র হামলা চালায়। এ হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি নারীসহ সাতজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের মোতায়েন করতে হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ভাত ইউনিয়নের গংগানারায়ণপুর গ্রামে এ হামলা ঘটে।

বাদী ফাতেমা বেগমের পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় সজিব সরকার ও তার সহযোগীরা জামিনে এসে তাদের বাড়িতে হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের মারধর করার পাশাপাশি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় থমথমে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতদের তালিকায় ফাতেমা বেগমসহ স্থানীয় আনোয়ারুল সরকার, আব্দুল হামিদ সরকার, এনামুল হক, ফুয়াদ মিয়া ও রিফাত মিয়া রয়েছেন। তারা আশেপাশের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0Shares