জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ (গেজেট নম্বর ১১৫১)। তিনি উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দকচাই গ্রামের বাসিন্দা গোলাম কাদের এর ছেলে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ইশানিয়া ইউনিয়নের দকচাই গ্রামে এক উঠান বৈঠকে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস‌্য প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনামের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদানকালে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ বলেন, আমি আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি একজন সংগ্রামী মানুষ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। জীবনের শেষ প্রান্তে এসে জামায়াতে ইসলামীতে যোগ দিলাম। বাকি যে কয়দিন বেঁচে আছি, জামায়াতের নিয়ম-কানুন মেনে চলতে চাই। আমরা দেখেছি, প্রকৃতপক্ষে জামায়াতে ইসলামীই মুক্তিযোদ্ধাদের সম্মান করে।

বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুব আলম বলেন, এর আগেও একাধিক বীর মুক্তিযোদ্ধা আমাদের দলের প্রতি আস্থা রেখে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আজ বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের সাথে নিয়ে একটি ইনসাফপুর্ণ বাংলাদেশ গড়তে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

0Shares