জনসেবার মাধ্যমে ইসলামের প্রতিনিধিত্ব করতে হবে: আনোয়ারুল আলম চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জনসেবার মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের ইসলামের প্রতিনিধিত্ব করতে হবে। আপনারা স্থানীয় পর্যায়ে কাংখিত সৎ লোকের মডেল। আপনাদের বৈষম‌্যহীন ন‌্যায়-নৈতিকতাপূর্ণ আচরণ মানুষের মনে ইসলামের প্রতি আগ্রহের সৃষ্টি করবে। যা জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে সহজ করে তুলবে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় এক হলরুমে আয়োজিত উপজেলার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈনের পরিচালনায় সভায় প্রধান অতিথি আরো বলেন, জনসেবার মাঝে সমাজের প্রকৃত কল্যাণ ও শান্তি নিহিত রয়েছে। জনসেবার মাধ্যমে ইসলামের প্রতিনিধিত্ব করতে হবে। জনগনের রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে এর মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।

সভায় অন‌্যান‌্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রচার ও যুব সম্পাদক আইয়ুব আলী, সাঙ্গু থানার সেক্রেটারি এসএম ইলিয়াছ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ।

0Shares