জনগণের স্বার্থেই জাতীয় সমাবেশ সফল করুন: অধ্যাপক আহসান উল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভুঁইয়া বলেন, জনগণ দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারেনি। ফ্যাসিবাদের পতনের পর আজ জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই একান্ত প্রত্যাশা। তবে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই। সুষ্ঠু নির্বাচন সময়ের দাবি। ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে জনগণ আবার ফ্যাসিবাদের করাল গ্রাসে নিমজ্জিত হবে। জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশের মাধ্যমে ৭ দফা আদায় করেই জনগণের পক্ষে ভূমিকা রাখতে চায়। তাই জনগণের স্বার্থেই জাতীয় সমাবেশ সফল করার আহবান জানাচ্ছি।

বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নুরুল হক, মাওলানা আরিফুর রশীদ, আ.ক.ম ফরিদুল আলম, মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদী, চট্টগ্রাম-৮ আসনের মনোনীত প্রার্থী ডাঃ আবু নাছের প্রমূখ।

সভাপতির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জাতীয় সমাবেশে দলে দলে যোগ দেয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানাচ্ছি।

0Shares