চাটখিলে ১ হাজার ৬শ পিস ইয়াবাসহ ২ নারী গ্রেফতার

নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে পারভীন আক্তার (৩০) ও আছমা বেগম (৩২) নামের দু’জন নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (১৯ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় প্রশাদপুর গ্রামের পালের বাড়ী হতে বিশেষ কৌশলে অভিযান পরিচালনার মাধ্যমে তাদের আটক করা হয়।

থানা সুত্রে জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহিৃত মাদক কারবারি শাহাপুর ইউনিয়নের প্রশাদপুরের পালের বাড়ীতে অভিযান চালানো হয়। গ্রেফতার কৃত পারভীন আক্তার হলো শাহাপুর ইউনিয়নের প্রশাদপুর গ্রামের পালের বাড়ির সুজায়েত উল্যাহর স্ত্রী। অপরজন আছমা বেগম ভোলা জেলার চরফ্যাশনের দুলারহাট গ্রামের হাজী বাড়ীর বেল্লাল হোসেনের মেয়ে।

চাটখিল থানার ওসি তদন্ত  মো. আব্দুস সুলতান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

0Shares