চাটখিলে যুব সমাজ জাগরণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল

যুব সমাজের দৃষ্টি, নতুন কিছু সৃষ্টি, স্বপ্ন দেখি স্বপ্ন গড়ি, দেশ গঠনে এগিয়ে চলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইফতার মাহফিল করেছে নোয়াখালীর চাটখিলে ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নে যুব সমাজ জাগরণ ফাউন্ডেশন।

রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাফেজ মোহম্মদ মাসুদ আলম, হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, হাফেজ ফয়সাল মাহমুদ, মুফতি হারুন অর রশিদ, মোঃ সোহেল বাপ্পি সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ফাউন্ডেশনটি একটি অরাজনৈতিক ফাউন্ডেশন, বৈষম্যবিরোধী এবং অলাভজনক ফাউন্ডেশন। এছাড়াও “যুব সমাজ জাগরণ ফাউন্ডেশন” সুবিধা বঞ্চিত ও চোখের আড়ালে বাদ পড়ে যাওয়া অসহায় মানুষদের পাশে থাকার বিষয়ে সমাজের যুবকদের উদ্বুদ্ধ করণের মাধ্যমে সামাজিক ও মানবিক এবং ধর্মীয় কর্মকাণ্ডগুলো সম্পাদন করার লক্ষ্যে অদূর ভবিষ্যতে এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

0Shares