
নোয়াখালীর চাটখিল পৌরসভায় আইন ভঙ্গ করে ভবন নির্মাণে ভেকু দিয়ে গভীর রাতে মাটি কাটায় রাস্তা ভাঙ্গার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতার ছেলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মৃত হোসেন কবিরের ছেলে আলাউদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।
জানা যায়, বটগাছ তলা থেকে চাটখিল মহিলা দাখিল মাদরাসা ও গ্রামবাসির চলাচলের একমাত্র রাস্তাটি সম্প্রতি ড্রেনেসসহ আর.সি.সি ডালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হয়। রাস্তাটি ভেঙ্গে গেলে এলাকাবাসীকে চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হবে।
এলাকাবাসির অভিযোগ- রাস্তার পাশে ভবন নির্মাণে ভেকু দিয়ে গভীরভাবে মাটি খনন করায় চরম ঝুকিপূর্ণ অবস্থায় পড়েছে এলাকাবাসী। নির্মানাধীন ভবন মালিক নিয়ম-নীতির কোন তোয়াক্কা না করে মাটি খননের কাজ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এ ধরনের ভবন নির্মান করতে হলে চারপাশে পৌর আইন মোতাবেক জায়গা ছাড়ার নিয়ম থাকলেও ভবন মালিক তা না করে বেআইনিভাবে কাজ করছেন।
ভবন মালিক আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন- আন্ডার গ্রাউন্ডসহ বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে পাশে কোন রাস্তা বা ভবন থাকলে পেলাসাইটিং না করে মাটি খনন করা যাবেনা। এছাড়াও নকশা অনুযায়ী চারপাশে নির্দিষ্ট পরিমান খালি রাখার বিধান রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আকিব ওসমান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি পৌর সচিবকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি।