চাটখিলে ঘাসিপুর দরবার শরীফ ভাংচুর

নোয়াখালী চাটখিল উপজেলাধীন নোয়াখলা ইউনিয়নের ঘাসিপুর গ্রামের বেপারী বাড়ি মসজিদের অতি নিকটে তথাকথিত “ঘাসিপুর দরবার শরীফ” নামে একটি স্থান রয়েছে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে নানা শরিয়ত বিরোধী কার্যকলাপ চলে আসছে এই দরবার শরীফে। এসব কর্মকাণ্ড সমাজ ও ধর্মীয় মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ বলে তারা মনে করেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় ঘাশিপুর দরবার শরীফ বন্ধের দাবী জানিয়ে এলাকাবাসীর সর্বস্তরের তৌহিদী জনতা এবং আলেমওলামার যৌথ উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের পরামর্শে দরবার শরীফের দায়িত্ব থাকা বিন্দু ও বাহারের সাথে বেপারী বাড়ি জুমা মসজিদে বৈঠকে বসেন শ্রীনগর ওলামায়েকেরামের পক্ষে মুফতি ফয়সাল সাদেক, মুফতি ফজলে আহাদ সহ বেশ কয়েকজন আলেম।

দরবার শরীফের দায়িত্ব প্রাপ্ত বিন্দু ও বাহারকে বুঝিয়ে বলে একটি দাওয়াত নামাও দেন তারা। এতে বিদআতসহ বিভিন্ন কুসংস্কারমূলক কার্যক্রম, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ, কুরআন-সুন্নাহর বিকৃত ব্যাখ্যা ও অপব্যবহার, কবর পূজা ও কবরে সিজদার মতো নিন্দনীয় কার্যক্রম বন্ধ ও শিরকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা চাওয়া হয় কিন্তু মাজারের পক্ষে লোকজন এ বিষয়ে কোন কর্ণপাত না করে উত্তেজিত হয়ে চলে যান।

এতে মসজিদের বাইরে থাকা অপেক্ষাকৃত অল্প বয়সী কিছু কিশোর উত্তেজিত হয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণ করেন।

চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0Shares