
নোয়াখালী চাটখিলে থানা পুলিশের বিশেষ অভিযানে হৃদয় মজুমদার (২২) নামে এক মাদক কারবারিকে ১০ পিস ইয়াবা বড়িসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দলকোট ইউপির ০১ নং ওয়ার্ড মুরাইম গ্রামের ইসলামপুর বাজারের চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চাটখিল উপজেলার ০৪ নং বদলকোট ইউপির ০১ নং ওয়ার্ড মুরাইম গ্রামের ইসলামপুর বাজারের চৌরাস্তায় কামাল স্টোর নামের কনফেকশনারী দোকানের সামনের পাঁকা রাস্তার উপর থেকে হৃদয় মজুমদার (২২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত হৃদয় মজুমদার চাঁদপুর জেলার শাহরাস্তি থানার চিতোষী ইউনিয়নের কাদরা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত আবদুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে এখানে মাদকের বেশ রমরমা কারবার চলছে। কোন ভাবে এর প্রতিরোধ সম্ভব হচ্ছে না। মাদক কারবারিদের অপতৎপরতার ফলে নষ্ট হচ্ছে যুব সমাজ। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত পুলিশী অভিযান ও গ্রেফতারকৃত হৃদয় মজুমদারের উপযুক্ত শাস্তি দাবী জানান তারা।
এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, চাটখিলে মাদক বিরোধী অভিযানে পুলিশ স্বোচ্চার। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।