
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড মধ্যম জোয়ারা বড়ুয়া পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, ইউসিবি ব্যাংক পিএলসি’র স্পন্সর শেয়ারহোল্ডার, উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং আসমা মফজল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব রাজিব জাফর চৌধুরী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার (১০ মে) বিকেলে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় আলহাজ্ব রাজিব জাফর চৌধুরী বলেন, বিএনপি গণমানুষের দল। সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিন। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপির কোন বিকল্প নেই।
অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা যুবদল নেতা ইন্জিনিয়ার মোঃ আবুল কালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ অলিউল হোসেন রুবেল, উপজেলা যুবদল নেতা মোঃ জোবাঈর রহমান, আব্দুর রহিম, রবিউল হোসেন, বাবলু বড়ুয়া, মোঃ হাসান, ছাত্রদল নেতা মোঃ রাশেদুল করিম, ফরহাদ, কাদের, সেলিম, আবু হাসনাত সাজিদ, প্রিন্স বড়ুয়া, সৈয়দুজ্জামান রাসেলসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।