
চট্টগ্রামে নয়নাভিরাম টিলা ও পাহাড় কর্তন, নদী ও খালের দূষণ-দখলের মাধ্যমে সবুজ প্রকৃতির যে ধ্বংসযজ্ঞ চলছে অবিলম্বে তা রুখে দিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন ১০৫ জন বিশিষ্ট পরিবেশ ও মানবাধিকার আইনবিদ।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন- বিএইচআরএফ চেয়ারপারসন এডভোকেট এলিনা খান ও মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহ্সান, চট্টগ্রাম জেলা সেক্রেটারি এডভোকেট এএইচএম জসীমউদ্দীন, মহানগর সভাপতি ড. শফিকুল ইসলাম, সেক্রেটারি এডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন প্রমুখ সহ ১০৫ জন মানবাধিকার এডভোকেট এক যৌথ বিবৃতিতে বলেন, চট্টগ্রাম মহানগর ও জেলার প্রায় সর্বত্র নানা কৌশলে নালা, টিলা ও পাহাড় নিধন এবং নদী ও খাল দখলের উৎসব চলছে। প্রশাসনের নাকের ডগায় এসব অবৈধ কর্মকাণ্ড বেপরোয়ারা গতিতে চলছে। কোন কোন ক্ষেত্রে এসব বেআইনী কর্মকান্ডে প্রশাসনের দুর্নীতিবাজ ব্যক্তিরা পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম মহানগরের আসকারদীঘি এলাকায় পাহাড়কে বাড়ি শ্রেণি দেখিয়ে চউক এর অনুমোদন নিয়ে পাহাড় কেটে দালান নির্মাণ করছে। এক্ষেত্রে চউক অনুমোদনের শর্ত অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আবশ্যকীয় হলেও নির্মানকারীরা তার কোন তোয়াক্কা করছে না।
এইভাবে প্রভাবশালী চক্র বিভিন্ন জায়গায় পাহাড় কর্তন করে চট্টগ্রাম মহানগরীকে একটি শ্রীহীন ইট-পাথরের জঞ্জালে পরিণত করছে। যা নগরীর প্রকৃতি ও পরিবেশের বিরাট ক্ষতির কারণ ঘটাচ্ছে। এভাবে চলতে থাকলে প্রকৃতির রানী চট্টগ্রাম একেবারে পাহাড় ও বৃক্ষ শূন্য হয়ে পড়বে।
তাই সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এসব মানবাধিকার আইনবিদ।