চট্টগ্রামে পিকআপ উল্টে দুই ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার রমনি মোহন চৌধুরীর ছেলে কমল চৌধুরী (৫৩) ও হাটহাজারী থানার পশ্চিম দেওয়াননগর এলাকার মৃত ননী চৌধুরীর ছেলে সমীর চৌধুরী (৫৪)।

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন জানান, পটিয়ার হাইদগাঁও ব্রাহ্মণঘাটা থেকে পানবোঝাই একটি পিকআপ নিয়ে পান ব্যবসায়ী কমল চৌধুরী, সমীর চৌধুরী ও উজ্জল চৌধুরী মিরসরাইয়ের মিঠাচরা বাজারে পান বিক্রি করার উদ্দেশ্যে রওনা হন। পিকআপটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তরবাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কমল চৌধুরী ও সমীর চৌধুরী গুরুতর হন এবং উজ্জল চৌধুরী সামান্য আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কমল চৌধুরী ও সমীর চৌধুরীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপ চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

0Shares