
চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন, খুলশীতে ২৫ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ডায়ালাইসিস ফ্লোর এবং কিডনি প্রতিস্থাপন অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (১৪ এপ্রিল) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, “কিডনি রোগ এখন একটি জাতীয় স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সময়মতো চিকিৎসা না পেলে রোগী মৃত্যুর ঝুঁকিতে পড়ে। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়।”
তিনি বলেন, “জনসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো নগরবাসীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় জনকল্যাণমুখী কার্যক্রমের পাশে থাকবে।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মাদ মিজানুর রহমান বলেন, “সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা সহজলভ্য করতে আমাদের দায়বদ্ধতা রয়েছে। এই নতুন ফ্লোরের মাধ্যমে অনেক অসহায় কিডনি রোগী উপকৃত হবেন।”
চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, ইঞ্জিনিয়ার কামালুর রহমান, রিজোয়ান শহিদী, এমদাদুল আজিজ চৌধুরী, অধ্যাপক ডা. এম এ কাসেম, মোহাম্মদ শাহাজান, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, কহিনুর কামাল, চৌধুরী ফরিদ, ওমর আলী ফয়সাল, জেসমিন সুলতানা পারু, সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী, কর্নেল ইকবাল, পিডিজি এম এ আওয়াল, পিডিজিএফ খালেদা আওয়াল, পিডিজিএফ সামিনা ইসলাম, কমান্ডার এস এম আজিম উদ্দিন, জহিরুল ইসলাম ও ডা. এম এ করিম প্রমূখ।