
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয় চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে নগরীর এম. এ. আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রোটার্যাক্ট ক্লাব অব মেডিক্যাল কমিউনিটি ও পিএইচআর কমিউনিকেশন লিমিটেডে‘র যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি বনাম সার্দান ইউনিভার্সিটি। দুই দলের খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্সে শুরুতেই দর্শকদের মধ্যে বিপুল উদ্দীপনার সৃষ্টি হয়। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং উভয় দলের সমর্থকরা দলকে উৎসাহিত করতে গ্যালারিতে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। দিনের অপর দুটি ম্যাচ হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনাম ইউএসটিসি এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনাম ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সাইন্স। ১২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এ প্রতিযোগিতা ২৫ ফেব্রুয়ারি গ্র্যান্ড ফিনালের মাধ্যমে সমাপ্ত হবে। প্রতিদিন ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মতিউর রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটি রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানবিক অনুষদ’র সাবেক ডিন প্রফেসর মনসুর উদ্দীন আহমেদ, পিএইচআর কমিউনিকেশন চেয়ারম্যান আব্দুর রশিদ।
উপস্থিত ছিলেন ইভেন্টের অর্গানাইজিং কমিটি প্রোগ্রাম চেয়ার হারুনুর রশিদ আকাশ, প্রোগ্রাম কোর্ডিনেটর এটিএম ফাউজুল কবির, মিডিয়া কোর্ডিনেটর তন্ময় চৌধুরী, ম্যানেজার অপারেশন ফয়সাল হোসেন বাতিন, আশরাফ ইফতি, জিয়ন চৌধুরী, সাজিদ, আদিল, ফাইরোজ, শিপণ, রাফি, অপু, সবুজ, সাবরিনা শায়লা, জাকিয়া, ফাহিম, মুশফিক, আনাজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডরগণ।