চট্টগ্রামে আগুনে পুড়ে দাদি-নাতনির মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে আটটি ঘর পুড়ে গেছে। এসময় ঘরের ভেতরে আগুনে পুড়ে দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জান্নাত আরা (৫) ও তার দাদি রুবি আক্তার (৫৫)।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া গেট কাদেরিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত রুমি আকতার পোমরা ইউনিয়নের সৌদিয়া গেট এলাকার কাদেরিয়া পাড়ার রুহুল আমিনের স্ত্রী।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা জাহেদুর রহমান ‎বিষয়টি নিশ্চিত করে জানান, আজ (বুধবার) সকাল ৮টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে ঘরে থাকা দাদি-নাতনির মৃত্যু হয়েছে।

‎রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

0Shares