চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বেলায়েত হোসেনকে আহ্বায়ক এবং জমির উদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এফএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান আংশিক এই কমিটি ঘোষণা করেন।

এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।

২০১৮ সালের ২৬ জুলাই এইচ এম রাশেদ খানকে সভাপতি ও বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়।

এরপর ২০২০ সালের ২২ সেপ্টেম্বর আকার বৃদ্ধি করে ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। নতুন কমিটির সদস্যসচিব জমির উদ্দিন ওই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

0Shares