
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এলডিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আলহাজ্ব সৈয়দ গিয়াস উদ্দিন আলম।
মহানগর উলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ শাহ আলম আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কোতোয়ালি থানা এলডিপির সাধারণ সম্পাদক ইকরামুল করিম ইমন, খুলশী থানার সদস্যসচিব মোঃ জাহাঙ্গীর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিএম সাইদুল হক, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করিম মিয়া।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব সৈয়দ গিয়াস উদ্দিন আলম বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে স্বাধীনতাকামী জনগণের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে। তখন শেখ মুজিব পাকিস্তানের কাছে সেচ্ছায় আত্মসমর্পণ করে কারাগারে নিরাপদ জীবনে চলে যায়। তখন মুক্তিকামী জনতার ত্রাণকর্তা হয়ে আসেন তৎকালীন মেজর জিয়াউর রহমান এবং ক্যাপ্টেন অলি আহমদ। জীবনের মায়াত্যাগ করে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, যার ফলশ্রুতিতেই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে গণতন্ত্র, ভোটাধিকার এবং সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকার ক্ষতিগ্রস্থ হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতনের পরে অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার কাজ শুরু করেছে তা আগামীতে একটা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতদের হাতে দেশ পরিচালিত হবে এবং দেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা লাভ করবে।