চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া বলেন, জামায়াতে ইসলামী সহ ৮দলের ৫দফা দাবী না মেনে গণতন্ত্রে ফিরে আসা অসম্ভব। দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় ৫ডিসেম্বর লালদিঘীর মাঠের ৮দলের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে।

সোমবার (০১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরীর আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফীফ, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা কামাল উদ্দীন, মুহাম্মদ নুরুল হক, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার মহীদুল মোস্তফা, আরিফুর রশীদ, আ.ক.ম ফরিদুল আলম, আসাদুল্লাহ ইমলামাবাদী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতসহ ৮দলের যৌক্তিক দাবি পাশ কাটিয়ে গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠানের ঘোষনা দিয়ে গোলকধাঁধা সৃষ্টি করেছেন। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হলে ফলাফল ঘোষণায় বিভ্রান্তি দেখা দিবে। গণভোটে ‘না’ জয়ী হলে জাতীয় সংসদ কিভাবে গঠন করবে তার রূপরেখা দেয়া হয়নি। মানুষকে ধোঁয়াশায় রেখে নির্বাচন দেয়া মানে জাতির সাথে তামাশা করা। নির্বাচনে অনাকাঙ্খিত পরিবেশ সৃষ্টি হয়ে নির্বাচন স্থগিত হলে গণভোটের ফলাফল কিভাবে ঘোষণা করবে সরকারকেই এসব প্রশ্নের সমাধান দিতে হবে।

মহানগরী আমীর বলেন, একটি বড় দলের একাংশসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগ, জাপাসহ ১৪দল, সিপিবিসহ কিছু বাম দল ইতোমধ্যেই ‘না’ ভোটের পক্ষে নিজেদের অবস্থান জানান দিচ্ছে, যা জুলাই আন্দোলনে দু’হাজার শহীদ, অসংখ্য নির্যাতিতদের অমর্যাদা করার শামিল। আমরা গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

0Shares