
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে হাসান মুরাদ (২৫) নামে এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ি। তিনি উপজেলার সাহারবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাতে বিএমচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের মাতামুহুরী নদীর কইন্যারকুম পয়েন্টে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল স্থানীয়দের সহায়তায় রাত সোয়া 8টার দিকে ওই মরদেহ উদ্ধার করে।
বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) সুফল চন্দ্র সিংহ ঘটনা নিশ্চিত করে জানান, উদ্ধার করা মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।