ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে একটি ব্যাটারিচালিত অটো গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তারই বন্ধু মোটরসাইকেল আরোহী উজ্জ্বল মিয়া (১৭) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সাগরদীঘি-ঘাটাইল আঞ্চলিক সড়কের সাগরদীঘি আসলাম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসিফ উপজেলার সাগরদীঘি ইউনিয়নের পাহাড়িয়াপাড়া এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে এবং সাগরদীঘি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় আহত উজ্জ্বল গুরুতর অবস্থায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসিফ পড়াশোনার পাশাপাশি সাগরদীঘি প্রিন্স মোবাইল জোনে পার্ট টাইম চাকরি করতেন। শুক্রবার বিকালে দুই বন্ধু বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে সাগরদীঘি বাজারের দিকে আসতে থাকে। এসময় মোটরসাইকেলটি সাগরদীঘি বাজারের পাশে আসলাম মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আসিফ মাথা থেতলে নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী উজ্জলকে আহতাবস্থায় স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের সঙ্গে একটি অটো গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0Shares