
টাঙ্গাইলের ঘাটাইলে ৯ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসা শিক্ষক মোঃ শরীফ হোসেনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় ঘাটাইল থানা এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর টহলদল ওই শিক্ষককে মধুপুর থেকে আটক করে ঘাটাইল থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে ভিকটিমের পিতা ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক শরীফ হোসেন উপজেলার বাইচাইল গ্রামের দাওয়াতুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি পাশ্ববর্তী মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামের আমান আলী ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিক্ষক শরীফ হোসেন রবিবার রাতে মাদ্রাসার ওই শিক্ষার্থীকে বলাৎকার করে বলে স্বীকার করে। সে আরো স্বীকার করে যে, সে ইতিপূর্বেও অন্যান্য ছাত্রদের বলৎকার করেছে এবং গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায়ও উক্ত কুকর্ম সাধন করেছে। অত্র ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা ঘাটাইল থানা একটি লিখিত এজাহার দায়ের করেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের পিতা ঘাটাইল থানা একটি লিখিত এজাহার দায়ের করেছেনে। এ বিষয়ে পুলিশ কর্তৃক গ্রহণপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।




