
নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ সময় টাকা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। প্রকৌশলীকে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য সিংড়া থানায় হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা প্রাইভেটকারকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় গাড়ির ব্যাক ডালায় বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। পরে পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, তল্লাশিকালে ছাবিউল ইসলাম দাবি করেন যে তার কাছে জমি বিক্রির ৩০ লাখ টাকা রয়েছে। তবে গণনা করে ৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা বেশি পাওয়া যায়। টাকার উৎস সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল ইসলাম বলেন, গাড়িতে থাকা ব্যক্তির দেওয়া তথ্য যাচাই-বাছাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাস্থলে স্থানীয় থানা পুলিশ, ইউএনও এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজশাহীর রাজপাড়া থানার ভাটোপাড়া এলাকার বাসিন্দা প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন।