
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি চায়ের দোকানে বাকি টাকা নিয়ে উত্তপ্ত বিবাদের জেরে গুলিবর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে এক যুবক ও এক গৃহবধূ গুরুতরভাবে আহত হয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে সংঘটিত এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার সূত্রপাত- স্থানীয় বখাটে যুবক গোলাপ প্রামাণিক দোকান থেকে চা-নাস্তা খেয়ে টাকা পরিশোধে অস্বীকৃতি জানান। দোকান মালিকের পুত্র ওয়াসিম আকন্দ টাকা চাওয়ায় গোলাপ রাগান্বিত হয়ে বাড়ি থেকে পিস্তল এনে ওয়াসিমকে লক্ষ্য করে গুলি ছোড়েন। ওয়াসিমের ভাবি সেলিনা বেগম তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও গুলির আঘাতে জখম হন।
আহতদের দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা ওয়াসিমের অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন। অপরদিকে সেলিনা বেগমের অবস্থা স্থিতিশীল।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপ প্রামাণিক এলাকায় অপরাধী হিসেবে কুখ্যাত। তার বিরুদ্ধে আগেও চুরি ও হুমকির মামলা রয়েছে। অনেক দোকানদারই বাকি টাকা চাইতে ভয় পায় বলে জানান।
পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতারে বিশেষ অভিযান চলছে। এঘটনায় একটি মামলা প্রস্তুত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এলাকাবাসী ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, কিভাবে এমন অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তারা দাবি করেছেন।
পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে- দ্রুততম সময়ে অভিযুক্তদের গ্রেফতারের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।