খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে মানববন্ধন

“জীবাশ্ম জ্বালানিকে না বলুন” ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস -২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারী) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে জনসচেতনতামূলক মানববন্ধনে অংশ নেন একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট ( ইয়েস) গ্রুপ সদস্য, নারী কল্যাণ সমিতি, জাবারাং এনজিও সহ বিভিন্ন এনজিও সদস্য ও সাধারণ শিক্ষার্থী’রা।

জনসচেতনতামূলক মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি’র সদস্য ও জনস্বাস্থ্য কমিটির আহ্বায়ক মো. জহুরুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সনাক সহ-সভাপতি অংসুই মারমা, তৃণমূল উন্নয়ন সংস্থা খাগড়াছড়ির নির্বাহী পরিচালক রিপন চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা, ইয়েস নেতা মোঃ আরাফাত হোসেন রিজভী, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ নূরুল আলাল, টিআইবি সদস্য মোঃ জাহাঙ্গীর সহ সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। দূষণমুক্ত ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যৎ  গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে এবং যেসব জ্বালানি পরিবেশের জন্য ক্ষতিকর সেসব দ্রব্য পরিহার করতে অনুরোধ জানান বক্তারা।

0Shares