
খাগড়াছড়ি পৌর শহরের বাজারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা’র নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ও নোমান ইবনে হাফিজ।
এসময় পৌর শহরের শুটকি বাজার, পানবাজার, নিচের সবজি বাজার, মসজিদ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং পৌর বাজারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে উঠা অবৈধ ৩টি দোকানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সভাপতি মো: ইউনুসসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
0Shares