কুমিল্লায় জোরপূর্বক জমি দখল ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লা সদর দক্ষিণে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বিএনপি নেতা জীবন মিয়া গংদের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (২৩ আগস্ট) সকালে কুমিল্লা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে  লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল মহসিন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, জীবন মিয়া গং আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে জায়গা দখল করে। এবিষয়ে জানতে চাইলে জীবন মিয়া তার পারিবারিক লোকজন সহ অজ্ঞাত ১০/১৫জন সন্ত্রাসীরা সাবল, দা, রড, লাঠি এবং দেশীয় অস্ত্র সহ আমাদের উপর পরিকল্পিত ভাবে হামলা করে এবং প্রাণনাশের হুমকি দেন।

ভুক্তভোগীরা আরো বলেন, ভূমিদস্যু জীবন মিয়া গং বেআইনিভাবে ষড়যন্ত্র ও বিভিন্ন অপকৌশল চালিয়ে যাচ্ছে।  প্রকৃত ঘটনা প্রকাশের মাধ্যমে সরকার ও প্রশাসনের নিকট সুবিচার প্রার্থনসহ ভূমিদস্যূ জীবন মিয়া ও তার সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল সাদেক, আব্দুল মালেক, আব্দুল মান্নান, ইকবাল হোসেন, সালমা আক্তার, মনোয়ারা বেগম, রোকেয়া বেগম সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

0Shares