কুমিল্লায় অসহায় পরিবারকে ঘর ও নগদ অর্থ প্রদান করেছে জামায়াত

কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নে একটি অসহায় পরিবারকে ঘর উপহার ও দুটি পরিবারকে নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল হাসেম, সেক্রেটারি মকবুল আহমদ, কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি ফরিদুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক আবুল খায়ের মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এসময় জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান বলেন, মানবতার কল‌্যাণেই জামায়াতে ইসলামীর সকল কর্মসূচি। যেখানেই মানবতা সংকটে, আমরা সেখানে সবার আগে ছুটে যাই। দেশের মানুষ আজ জামায়াতে ইসলামীকে আস্থা ও বিশ্বাসের ঠিকানা হিসেবে বরণ করে নিয়েছে।

0Shares