কুড়িগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, এরশাদ আলী (৩৫), আলতাফ হোসেন (৫০) ও কুলসুম বেগম (৫০)।

রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা হাইলাটারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কুলসুম বেগমের ভাই ও এরশাদ আলীর পিতা মো. মানিক উল্লাহ জানান, আট শতক জমি নিয়ে বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার বেলা ১১টার দিকে প্রতিপক্ষরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার ছেলে এরশাদ আলী ও বোন কুলসুম বেগম নিহত হন। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন।

নিহত আলতাফ হোসেনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন নাকু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ছিল। আজকের সংঘর্ষে উভয় পক্ষের তিনজন নিহত হয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনা নিশ্চিত করে বলেন, সংঘর্ষ ও হতাহতের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে।

এদিকে, কুড়িগ্রামে নবাগত পুলিশ সুপার (পিপিএম) খন্দকার ফজলে রাব্বি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

0Shares