
চট্টগ্রামের কর্ণফুলীতে জেলা প্রশাসক ফরিদা খানমের উপস্থিতিতে কর্ণফুলী উপজেলা প্রশাসনের ‘জুলাই অভ্যুত্থান’-এর স্মরণে দেয়ালিকা প্রদর্শনীতে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের ছবি না থাকার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং এলাকার নতুন উপজেলা কমপ্লেক্সের সামনে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির সভাপতিত্ব এবং সদস্য সচিব কামরুদ্দীন সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন, নুর শাহেদ খান রিপন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাঈনউদ্দীন মনির, যুবদল নেতা শওকত আলী।
সমাবেশে বক্তারা বলেন, এত বড় একটি আয়োজনে শহীদ ওয়াসিম আকরামের ছবি না থাকায় উপজেলা প্রশাসনকে এ ঘটনার দায় নিতে হবে। ইউএনও বলছেন- এটি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দায়িত্ব ছিল। অথচ সমন্বয়ক জুবায়ের আলম ফেসবুকে দাবি করেছেন, এর দায়িত্বে ছিল উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম কর্ণফুলী উপজেলা সফর করেন। সফরে তিনি শহীদ মিনার, উপজেলা পরিষদের একাডেমিক ভবন, অডিটোরিয়াম হল, এবং ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালিকা প্রদর্শনীর উদ্বোধন করেন। তবে দেয়ালিকা প্রদর্শনীতে শহীদ ওয়াসিম আকরামের ছবি অন্তর্ভুক্ত না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।