
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে ক্ষেতের ধান ছাগলে খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোহাম্মদ শরিফ নামে এক বৃদ্ধকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মোহাম্মদ শরিফ পিএমখালীর ছনখলা উত্তর নয়াপাড়া এলাকার বাসিন্দা।
রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা আব্দুল করিম এর বিরুদ্ধে আগেও একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানায় স্থানীয়রা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৪/৫ দিন আগে প্রতিবেশি আব্দুল করিমের পালিত একটি ছাগল মোহাম্মদ শরিফের ক্ষেতের ধান খেয়ে ফেলে। এ সময় মোহাম্মদ শরিফ ছাগলটিকে দুটি বেতের বাড়ি দিয়ে ক্ষেত থেকে তাড়িয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ছাগলের মালিক আব্দুল করিম ক্ষিপ্ত হন এবং শরিফের বিরুদ্ধে বিচার দেন।
শরিফের স্ত্রী শফিকা অভিযোগ করে বলেন, সেই ক্ষোভ থেকেই রবিবার সন্ধ্যায় আমার স্বামীকে ধরে নিয়ে যায় করিম। এরপর তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে হাসপাতালে চিকিৎসকদের অবহেলারও অভিযোগ করেন নিহতের স্ত্রী শফিকা।
নিহতের প্রতিবেশী সাইফু জানান, করিম মূলত একজন রোহিঙ্গা। স্থানীয় একটি প্রভাবশালী মহল তাকে দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও ‘খুন-খারাবি’ করিয়ে থাকে।
তিনি আরও জানান, করিম আগেও দুটি হত্যা মামলার আসামি। সে এর আগে খুরুশকুলে একটি টমটম (ইজিবাইক) চালককে জবাই করে হত্যা করেছিল। সুযোগ পেয়ে সে আবারও এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এমন একজন অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় আমরা আতঙ্কিত।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।




