এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

দলবদলের ধারায় এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এস এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।

সোমবার (০১ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

যোগদান অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আপ্সিহ অন‌্যান‌্যরা উপস্থিত ছিলেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানিয়ে বলেন, আজকে দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান বিএনপিতে যোগ দিয়েছেন, যিনি নিজযোগ্যতায় আইএমএফের অত্যন্ত উচ্চপদে কাজ করেছেন। পরবর্তীতে ২০১৮ সালে গণফোরাম থেকে আমাদের যুক্তফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শীষের প্রতীকে নির্বাচন করেছিলেন। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত ড. রেজা কিবরিয়া আজকে আমাদের দলে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ বলেন, ড. রেজা কিবরিয়া একজন প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ। বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। ফ্যাসিবাদী রাজনীতিতে তিনি ভূমিকা রেখেছেন। আমরা বাংলাদেশের রাজনীতিতে মেধাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও অগ্রচিন্তার মানুষদের নিয়ে আগামী ভবিষ্যতের রাজনীতি বিনির্মাণ করতে চাই।

বিএনপিতে যোগদান প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগদান দিয়ে খুবই গর্বিত। এই দলটার ইতিহাস হচ্ছে গণতন্ত্রের ইতিহাস। দুই দুইবার তারা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রকে রক্ষা করেছে। ফলে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। উনার সাহস ও সততা নিয়ে এত বছর পরও গ্রামের লোক তাকে নিয়ে কথা বলেন।

প্রসঙ্গত, রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান।

এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগদান করে পরে দলটির সাধারণ সম্পাদক হন। পরে তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। এরপর তিনি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন। সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানেও তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। পরে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন রেজা কিবরিয়া।

0Shares