
বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এটাকে কাজে লাগাতে হবে। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই সময়ে ইনসাফভিত্তিক কল্যাণময় সমাজ বিনির্মানে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশের ইসলামী দলসমূহ ঐক্যবদ্ধ হলে এদেশে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। ইসলামই মানবতার একমাত্র পথ। ইসলামের নির্দেশিত পন্থায় সমাজ বিনির্মান করা গেলে দেশে অশান্তি থাকবে না।
শনিবার (০১ ফেব্রুয়ারী) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় সগিরা পাড়া এম যে আর হাকিমিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সভায় বিশেষ মেহমান ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এনামুল হক মোজাদ্দেদী, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন, উপাধ্যক্ষ হাফেজ মাওলানা শাহে আলম, পদুয়া আইনুল উলুম দারুসসুন্নাহ মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম, সুফি ফতেহ আলী ও আইসি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুদ্দিন।
বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোস্তাক আহমদ ও আব্দুর রহিম মেম্বারের সভাপতিত্বে ও জাহেদ হোসাইনের পরিচালনায় মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আ.ক.ম হামিদুল হক, সেক্রেটারি আব্দুর রহমান, মাওলানা মাহমুদুল হক, কাজী জসিম উদ্দিন, নুরুল ইসলাম সিকদার, জিয়াউল হক, সাইফুল ইসলামসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।