
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলাম বলেছেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যবসায়ীদের গুরুত্ব ও ভুমিকা অপরিসীম। ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলনে দেশপ্রেমিক ব্যবসায়ীদের গৌরবোজ্জল ভুমিকা রয়েছে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে রাষ্ট্র সংস্কার কার্যক্রম চলছে। ব্যবসার ক্ষেত্রে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনী সংস্কার নিশ্চিতে সবাইকে সোচ্চার হতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ব্যবসার সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।
তিনি বলেন, হালাল ব্যবসা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনার অংশ। ইসলাম ব্যবসাকে বৈধ উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে এতে সততা, ন্যায়পরায়ণতা ও হালাল-পদ্ধতির অনুসরণ করতে হবে। তবেই প্রকৃত মুমিন হওয়া যাবে। তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। একজম প্রকৃত মুসলিম ব্যবসায়ী কোনো সময় সিন্ডিকেট ও হারামভাবে উপার্জন করতে পারে না। সততা ও দক্ষতার সাথে ব্যবসা করলে উন্নতি করা যায়। কারণ এই দুটি গুণ ব্যবসার অন্যতম পুঁজি।
সোমবার (২১ এপ্রিল) ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
আইবিডব্লিউএফ সিলেট মহানগর সভাপতি আলীমুল এহছান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী নুরুল আলমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সদস্য বিশিষ্ঠ লেখক মোঃ এ.কে.এম রফিকুন্নবী, সিলেট মহানগরী উপদেষ্টা মো: ফখরুল ইসলাম, সিলেট জেলা উপদেষ্টা ও ইবনেসিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, আইবিডব্লিউএফ-এর সিলেট মহানগর উপদেষ্টা শাহজাহান আলী।
বক্তব্য রাখেন- আইবিডব্লিউএফ-এর সিলেট জেলা সভাপতি ও সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ফুলকলির ডিজিএম খন্দকার জসিম উদ্দিন, সোমা ইন্টারন্যাশনালের এমডি মোতাহার হোসেন বাবুল, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারী নিয়াজ মো: আজিজুল করিম, হাব সিলেট অঞ্চল সেক্রেটারী আব্দুল কাদির, আটাবের সিলেট অঞ্চল সেক্রেটারী দেওয়ান রুশো চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান ও আইবিডব্লিউএফ-এর সিলেট জেলা সেক্রেটারী মো. চৌধুরী জাবেদ প্রমূখ।