আওয়ামী লীগ ও বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ: মুফতী ফয়জুল করিম

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে। আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। মুদ্রার এপিঠ-ওপিঠ।

তিনি আরো বলেন, নৌকা, ধানের শীর্ষ, লাঙ্গল প্রতীক নাকি গরীবের প্রতিক কিন্তু আমি বলবো এগুলো যাদের প্রতীক তাঁরা সবাই বড়লোক আর হাতপাখা গরিবের প্রতীক কারণ হাতপাখা সবার বাড়ি আছে। হাতপাখা থাকে বুকের উপর।

মঙ্গলবার (০৮ জুলাই) বিকালে নাটোর শহরের মাদ্রাসা মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দক্ষিণ পাশে জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং দেশ ও ইসলামের বিরুদ্ধে সকল প্রকার  চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিশাল গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ মোহাম্মদ নুরুন নাবী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন ,জেলা জামায়াতের নায়েবে আমির নুরুল ইসলাম, হেফাজত ইসলামের নাটোর শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু জাহেদ (রাহি), গণ অধিকার পরিষদ নাটোর জেলা নেতা বুলবুল ও অন্যান্য নেতৃবৃন্দ।

0Shares