
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগররের ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কৃষক দলের উদ্যোগে পথচারীদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে কাজির দেউরী মোড়ে ইফতার সামগ্রী বিতরণে বাগমনিরাম ওয়ার্ড কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক দুঃখু মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব আনোয়ার হোসনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ আলম।
প্রধান অতিথি বলেন, অস্বচ্ছল রোজাদারদের সহায়তার জন্য এগিয়ে আসতে হবে। প্রতি বছর রিয়াদ খান এই মহৎ উদ্যোগটি গ্রহণ করেন, যা সাধারণ মানুষের জন্য এক অনন্য সহায়তা। রিয়াদ খানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, বিএনপি কীভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান বক্তা মহানগর কৃষক দলের সদস্যসচিব ছাবের আহমেদ টারজেন বলেন, বিএনপি ও নির্বাচন নিয়ে নানামূখী ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের নেতাকর্মীদের মধ্যে যদি কারও নামে চাঁদাবাজি, দখলদারি ও বিশৃঙ্খলার অভিযোগ আসে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজ, চকবাজার থানা কৃষক দলের আহবায়ক শিহাব খালেদ মুন্না, বিএনপি নেতা নাছির, মহানগর যুবদলের সাবেক সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিস প্রমূখ।