চট্টগ্রামে জামায়াত নেতৃবৃন্দের সাথে রেড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক জাহাঙ্গীর আলম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলামের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল পৌনে ৫ টায় চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎটি অত‌্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মহানগরী আমীর সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন দায়িত্ব পালনে জাহাঙ্গীর আলমের প্রতি শুভকামনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. ফরিদুল আলম, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহাদাৎ হোসেন, ব্যবসায়ীদের সংগঠন সিবিএফ-এর চট্টগ্রাম মহানগর সভাপতি শাহজাহান মহিউদ্দিন, ব্যবসায়ী নেতা মামুনুর রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি নাছির উল্লাহ, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন এবং মোজাম্মেল হক সুজন প্রমুখ।

0Shares