
চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসার ১০৭তম বার্ষিক ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) মাহফিল এবং বড় হুজুর ও ছোট হুজুর (রহ.)-এর ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার (১৪, ১৫ ও ১৬ জানুয়ারী) মাদরাসার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের প্রথম দিবসে খতমে কুরআন, খতমে খাজাগাঁ, তাহলীল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
পরে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আজিমের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এদিন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর তামাদ্দুনিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মাহফিলের সমাপনী দিবসের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি আ ন ম শামশুল ইসলাম।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান গনি চৌধুরী।
পঞ্চম অধিবেশনের প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া–লোহাগাড়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বিশিষ্ট গবেষক কলামিস্ট ড. আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রথম অধিবেশনে গেস্ট অব অনার ছিলেন জামায়তে ইসলামীর দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
দ্বিতীয় দিবসের তৃতীয় অধিবেশনে গেস্ট অব অনার ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক জাফর সাদেক।
সমাপনী দিবসের চতুর্থ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া–লোহাগাড়া আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমীন।
৩য় অধিবেশনে গেস্ট অব অনার ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শাফায়াত উল্লাহ চুক্কু।
পঞ্চম অধিবেশনে গেস্ট অব অনার ছিলেন বিএনপির দক্ষিণ জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান।
সমাপনী অধিবেশনে প্রধান আলোচক ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাদ্দিস হাফেজ শাহ আলম।
আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ.ক.ম. আব্দুল কাদের, অধ্যাপক ড. নেজাম উদ্দিন, অধ্যাপক ড. এনামুল হক, ড. অধ্যাপক এনামুল হক মোজাদ্দেদী এবং ফানা ফিল্লাহ বিন আযাদ প্রমুখ।
এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, ইসলামিক স্কলার, গবেষক, সুধীজন মাহফিলের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন।
সমাপনী পর্বের শেষ রাতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারে আলীয়া গারাংগিয়ার পীর সাহেব শাহজাদা মাওলানা মাহমুদুল হক মজিদি মু:জি:আ:।




