তিতাসে কাটা হচ্ছে সরকারি খাসজমির মাটি

কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নে গোমতী নদীর পাড় ও আশপাশের একাধিক কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এসব মাটি বিক্রি করা হচ্ছে স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন স্থানে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি এমএমআর ব্রিকস্ ফিল্ড এর কাছে গোমতী নদীর পাড়ঘেষা সরকারি খাসজমি থেকে মাটি উত্তোলন করে নিয়ে গেছে প্রভাবশালী চক্র। এ সময় মাটি কাটার ভেকু (এক্সকাভেটর) দেখা গেলেও সেখানে কেউ ছিল না। অপরদিকে, একই ইউনিয়নের জগতপুর গ্রামসংলগ্ন ন্যাশনাল ব্রিকস্ ম্যানুফ্যাকচার এর পাশ থেকে গোমতী নদীর পাড় কেটে মাটি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখানে একাধিক ভেকু (এক্সকাভেটর) দিয়ে ট্রাক্টর ট্রলিতে করে মাটি নিয়ে যেতে দেখা যায়।

নাম না প্রকাশ করার শর্তে ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, নদীর পাড় ও ফসলি জমি থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে। এতে একদিকে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে গোমতী নদীর পাড় দুর্বল হয়ে পড়ছে। ভারী যান চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধুলাবালির কারণে জনদুর্ভোগ বাড়ছে। জমিতে স্বাভাবিক ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও জমি চাষের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাদের অভিযোগ- প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় সরকারি জমির মাটি কেটে একটি মহল লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা জানান, এসিল্যান্ড দড়িকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেকু চালক আব্দুল মান্নান ও মো. মামুনকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ঐ স্থান থেকে তাৎক্ষণিক ভেকু সরিয়ে নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

0Shares