
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিসংক্রান্ত ঘটনায় নিজের মা আছমা বেগমকে জীবিত কবর দেওয়ার ন্যাক্কারজনক চেষ্টা করে আপন ২ ছেলে রাসেল মোল্লা (৩৫) ও রনি মোল্লা (৩০)। এ ঘটনায় ওই ২ ছেলেকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
জানা গেছে, সাত্তার মোল্লা ও আছমা বেগম দম্পতির চার ছেলে। তারা সবাই একই বাড়িতে বসবাস করেন। বাড়ির পাশে থাকা জমির কিছু অংশ বিক্রি করে সেই টাকা আর্থিকভাবে অসচ্ছল ছোট দুই সন্তান হাবিল মোল্লা ও আফতাব মোল্লাকে দেন বাবা সাত্তার মোল্লা। এ নিয়ে সাত্তার মোল্লার বড় দুই ছেলে রাসেল মোল্লা ও রনি মোল্লা ক্ষিপ্ত হয়ে তাদের নিজ বাড়ির সামনে কবর খুঁড়ে মাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
প্রতিবেশীরা জানান, কয়েক দিন ধরেই তাদের নিজেদের ভেতরে কলহ-বিবাদ চলছিল। ঘটনার দিন বড় দুই ছেলে ঘরের সামনে কবর খুঁড়ে মাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করে। তখন মা আছমা বেগমের ডাক-চিৎকারে আমরা এগিয়ে যাই। তাকে উদ্ধার করে পুলিশকে জানানো হয়। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে কাশিয়ানী থানা পুলিশ আটক করে।
কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।




