ভালুকায় পৌর বিএনপির মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় ভালুকা পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা বাসস্ট্যান্ডস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল ও যুগ্ম আহ্বায়ক সামছুদ্দিন আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের ভোটাধিকার দীর্ঘদিন ধরে হরণ করা হয়েছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায়।

তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের দোরগোড়ায় যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং তাদের প্রত্যাশার কথা তুলে ধরতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

তারা বলেন, শক্তিশালী সংগঠন গড়তে হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ও সংগঠিত ভূমিকার কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করে মাঠপর্যায়ে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আলোচনায় নির্বাচনী প্রস্তুতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সবশেষে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেরণার উৎসস্থল, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ রাজনৈতিক নেতৃত্বের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।

0Shares