ইরানের হাসপাতালে লাশের স্তূপ : সংঘর্ষ ও সহিংসতা বাড়ছেই

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনারা তাজা গুলি ছুড়ছে আর এতে হতাহতের সংখ‌্যা বাড়ছেই। তবে বিক্ষোভকারীরা পিছু না হটে বরং নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছেন। একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় হতাহতে হাসপাতাল গুলোতে তিল ধারণের ঠাঁই নেই। মর্গগুলো লাশে ভর্তি হয়ে গেছে।

বিবিসি জানায়, আহদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থায় আছে চিকিৎসকসহ হাসপাতালগুলোর কর্মীদের। অপরদিকে নিহতের স্বজনদের আর্তনাদে ভারি হয়ে গেছে আকাশ-বাতাস।

ইরানের ৩টি হাসপাতালের চিকিৎসকেরা বিবিসিকে জানিয়েছেন, তাদের হাসপাতালগুলাে সংঘাত-সহিংসতায় আহত ও নিহতদের ভিড় সামলাতে সমস্যায় পড়ছে। হতাহতদের বেশিরভাগের শরীরে গুলির ক্ষত রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

তেহরানের একটি হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে বলেন, ‘অনেক তরুণের মাথায় এবং বুকে সরাসরি গুলি লেগেছে।’

তেহরানের আরেকটি হাসপাতালের কর্মীরা বিবিসিকে জানিয়েছেন, শরীরে গুলি এবং রাবার বুলেটের ক্ষত নিয়ে আসা বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন তারা।

0Shares